FORGOT YOUR DETAILS?

Product knowledge

১।সলিড কাঠ কি?

গাছের কান্ড ও শাখা-প্রশাখা থেকে দরজা ও চৌকাঠের  কাঠ সরবরাহ করা হয়ে থাকে। সব গাছের কাঠ দরজা ও চৌকাঠ বানানোর জন্য উপযোগী নয়। গুণগত মান উন্নত হওয়ার কারণে  কিছু কিছু কাঠ,  দরজা ও চৌকাঠ বানানোর জন্য উপযোগী, তবে মেচিউরড হওয়া অত্যাবশ্যক।  আমরা প্লাইবোর্ড, প্ল্যাস্টিক উড বা ইঞ্জিনিয়ারিং কাঠ দিয়ে দরজা তৈরি করি না। 

২।আমরা কয় ধরনের কাঠ ব্যবহার করি?

আমরা সাধারণত ৬ ধরনের কাঠ দরজা ও চৌকাঠের ক্ষেত্রে ব্যবহার করি। যেমনঃ বার্মাটিক, চিটাগাং টিক, চিটাগাং শিলকড়ই, চিটাগাং গামারি, যশোর মেহগনি।  

৩।কাঠের অরিজিন বলতে কি বুঝায় এবং অরিজিনের উপর কাঠের ভালো-মন্দ কেন নির্ভর করে?

কাঠের গুণগত মান নির্ভর করে কাঠের অরিজিনের উপর। একই কাঠ বিভিন্ন এলাকায় গুণগত মান বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমনঃ সেগুন কাঠ বার্মায় হলে তা হয় পৃথিবীর সেরা কাঠ। তবে চিটাগাং এ হলে মোটামুটি ভালোই হয়। এবং অন্যান্য অনেক এলাকা আছে যেখানে কাঠের গুণগত মান অনেক খারাপও হতে পারে। আবার মেহগনি কাঠ যশোরে হলে এবং বয়স ২৫ বছরের উর্ধে হলে তার গুণগত মান হয় অত্যন্ত ভালো । 

৪।চৌকাঠের জন্য আমরা কি কি কাঠ ব্যবহার করি?

আমরা চৌকাঠের জন্য সাধারণত বার্মাটিক, চিটাগাং টিক, চিটাগাং শিলকড়ই, টিকচ্যাম্বল ও যশোর মেহগনি কাঠ ব্যবহার করি। 

৫।পাল্লার জন্য আমরা কি কি কাঠ ব্যবহার করি?

পাল্লার জন্য আমরা সাধারণত বার্মাটিক, চিটাগাং টিক, চিটাগাং গামারি ও যশোর মেহগনি কাঠ ব্যবহার করি। 

৬।চৌকাঠের  স্ট্যান্ডার্ডসাইজএবংথিকনেস। 

আমরা সাধারণত চৌকাঠের থিকনেসের ক্ষেত্রে বলে থাকি (৬” X আড়াই”) এবং (১১” X আড়াই”) থিকনেস। আসলে তা নয়। সিজনিং করলে কাঠের থিকনেছ কিছুটা কমে যায়, ফিনিশিং এ আর একটু কমে এবং এর পর আমরা শেষে পাই (৫  ” ও ২ ”)। 

 (১০  ” X ২ ”) সাইজের ক্ষেত্রে মেইন চৌকাঠ সাধারণত ৩  ফুট চওড়া এবং ৭ ফুট উচ্চতা, বেড রুমের জন্য ৩ ফুট চওড়া ও ৭ ফুট উচ্চতা, বারান্দা এবং বাথরুমের জন্য আড়াই ফুট চওরা ও ৭ ফুট উচ্চতার হয়ে থাকে। আরো একটি সাইজ আছে , চওড়া ৪০” এবং উচ্চতা ৭ ফুট। ছোট বাসার ক্ষেত্রে এটি মেইন গেট হিসেবেও বড় বাসার ক্ষেত্রে বেডরুমের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর পরেও মেইন গেটের ক্ষেত্রে অনেক বড়-ছোট চৌকাঠ ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পরামর্শ দিয়ে থাকি। 

৭।  দরজার স্ট্যান্ডার্ড সাইজ এবং থিকনেস।

দরজার থিকনেস সাধারণত (পাকা)দেড়” হয়ে থাকে। দরজার চওড়া চৌকাঠের মাপের চেয়ে ৩ ” কম হয়। কাজেই চৌকাঠের চওড়া যদি ৪২” হয় তবে সেই চৌকাঠের জন্য পাল্লার মাপ হবে সাড়ে ৩ ”। দরজার উচ্চতা সাধারণত ৮২” হয়। টাইলস লাগানোর কম বেশির কারণে  দরজার উচ্চতা একটু কম লাগতে পারে। দরজার উচ্চতা ৬০”, ৬১” অথবা ৬২” ও লাগতে পারে। 

একইভাবে ৩৬” চওড়া চৌকাঠের জন্য পাল্লার সাইজ হবে (৩ ” X ৮২”)। আবার ৩০” চৌকাঠের ক্ষেত্রে দরজার সাইজ হবে সাড়ে ২৬ ” চওরা ও ৮২” লম্বা। আমাদের দরজার সবচেয়ে নিচের কাঠটি, যাকে আমরা (Bottom Rail) বলি, সাধারণত ৮” চওড়া হয়। যদি দরজা একটু লম্বা হয় এবং কাটার প্রয়োজন হয়, সেখান থেকে আমরা প্রয়োজনে ২” পর্যন্ত কেটে দিতে পারি। এতে দরজা দুর্বল বা সৌন্দর্য নষ্ট হবে না। Bottom Rail টি ৮” চওড়া দেয়া হয় মূলত কেটে Adjust করার জন্যই।  

৮।গাছের গোলাইয়ে/লগে কেন সেকশন দেয়া হয়?

আমাদের ঢিপ দরজার ক্ষেত্রে বিভিন্ন সাইজের কাঠ প্রয়োজন হয়। কাঠ বা তক্তা কতটুকু লম্বা ও চওড়া লাগবে সেই অনুযায়ী সেকশন দিয়ে থাকি। যেমনঃ আমাদের চৌকাঠের গোলাইগুলি ৭ ফুট লম্বা প্রয়োজন হয় ও সোজা হতে হবে, বাঁকা হলে তা দিয়ে কাজ হবে না। সোজা হলে সেগুলোকে ৭ ফুট সেকশন দিয়ে চৌকাঠের জন্য প্রস্তুত করা হয়। আমাদের দরজার বাজুও ৭ ফুট লম্বা লাগে । এগুলোকে Chain Saw বা section Saw দিয়ে section দেওয়া হয়। গাছ বা গোলাই বাঁকা হলে সেটা চেড়াই করলে কাঠে প্রডাকশন কম হয়। সেজন্য আমরা বাঁকা জায়গায় সেকশন দিয়ে গোলাইটিকে সাইজ মত সোজা করে নেই। এতে আমাদের কাঠের প্রডাকশন বেড়ে যায় ও কাঠের ফাইবারগুলি সোজা ও সুন্দর হয়।  

৯।সোয়িং কি?

কাঠের গোলাই, দরজা বানানোর জন্য উপযোগী নয়। যেহেতু চৌকাঠের থিকনেস (৬”X  ২ ”) হয় এবং (১১” X ২ ”) হয় সেক্ষেত্রে এগুলোকে (৬”X ২ ”) এবং (১১”X ২ ”) থিকনেস হয় সেজন্য ব্যবহার উপযোগী করার জন্য এই গোলাইগুলিকে Saw mill এ প্রয়োজনীয় সাইজে চেড়াই করে নিতে হয়। চেড়াই করে নিলে কাঠগুলি সিজন করতে সময়ও কম লাগে। 

১০। কাঠের মেচিউরিটি কি?

যেগুলো কাঠ আমরা দরজা ও চৌকাঠের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, প্রতিটি কাঠ এলাকার ভিন্নতার কারণে, বিভিন্ন বয়সে মেচিউরিটি প্রাপ্ত হয়। নির্দিষ্ট একটা বয়স পর কাঠের ফাইবারগুলো পরিপক্বতা লাভ করে এবং সিজন করতে গেলে সংকুচিত কম হয় ও বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা কমে আসে। সিজন করার পরেও তুলনামূলকভাবে ওজন অধিক হয় ও বেশিদিন টেকসই হয়। এসব গুণাবলিসম্পন্ন কাঠকে মেচিউর কাঠ বলা হয়। যেমনঃ বার্মাটিক কাঠের মেচিউর হতে সময় লাগে ৫০-৬০ বছর বয়স। আবার যশোরের মেহগনি কাঠের মেচিউর হতে সময় লাগে ২৫ বছর বয়স। অন্যান্য অনেক এলাকায় মেহগনি কাঠ ৩০-৩৫ বছর বয়সেও মেচিউরিটি আসে না। 

১১।কেন মেচিউর কাঠ ব্যবহার করতে হয়?

মেচিউর কাঠ সংকোচন-সম্প্রসারন অনেক কম হয়। চেড়াই করার পর ১৪% moisture এ সিজন করার পর সামান্য সংকুচিত হয়। Matured Annual Ring এর বিপরীত সাইডে সংকোচন কম হয়। তাই বাঁকা হয় অনেক কম, পোকা ধরার প্রবণতা কম থাকে। কাঠের ওজন তুলনামূলক বেশি হয়, ফাইবার সুন্দর হয় এবং কাঠের রং গাড় ও সুন্দর হয়। 

১২। কাঠের পল বা অসার কি?

একটি গাছ বড় হবার সঙ্গে সঙ্গে প্রতিবছর একটি করে Ring যুক্ত হতে থাকে। যাকে Annual Ring বলে। প্রতিবছর যে রিংটি তৈরি হয় সেটি বাইরের লেয়ারে সংযোজন হয়। পরবর্তীরে বয়স বাড়ার সাথে সাথে এই রিংটি সাড়ে পরিণত হয়। সাড়ে পরিণত হবার পূর্বে রিং এর রং সাধারণত হালকা ও নরম থাকে, সিজন করলে সংকোচন অনেক বেশি হয়  এবং পোকা ধরার প্রবণতা থাকে। অনেক কাঠে পল ও সাড় আলাদা করা কঠিন। যেমনঃ গামারি কাঠ। গামারি কাঠের ক্ষেত্রে সাড়েও যেমন পোকা ধরে না, পলেও পোকা ধরে না। আবার চিটাগাং সেগুনেও পলেও সাধারণত সহসা পোকা ধরে না। যশোর মেহগনির মেচিউর কাঠের পলেও সাধারণত পোকা ধরে না। 

১৩। এয়ার ড্রাই কি?

কাঠ সোয়িং করার পর সাধারণত ৩০% moisture এর নিচে না নামা পর্যন্ত স্টিক দিয়ে গ্যাপ করে সেডের নিচে খোলা বাতাসে রেখে দিতে হয়। আস্তে আস্তে কাঠ থেকে moisture বাষ্প হয়ে কাঠ থেকে বের হয়ে আসে। ৩০% moisture content এ আসলে কাঠ  Kiln dry চেম্বারে দেয়া হয় ১৪% moisture content এর নিচে আনার জন্য। 

১৪। Kiln dry চেম্বার কি?

কাঠ চেড়াই করার পর কাঠে ৬০%-৯০% moisture থাকে। এয়ার ড্রাই করার পর যখন কাঠের moisture ৩০% এ নেমে আসে, তখন আমরা একটি মেশিনে কাঠগুলো ঢুকাই। মেশিনটি একটি রুম যার ভেতরে কাঠগুলো স্টিক এর মাধ্যমে সাজানো হয় এবং তার ভেতরে উচ্চ তাপমাত্রা প্রদান করা হয় এবং কাঠ থেকে moisture বাষ্প হয়ে কাঠ থেকে বের হয়ে আসে। ১৪% এর নিচে Moisture content নেমে আসলে কাঠটি সঠিকভাবে সিজন হয়ে থাকে। এখন কাঠটি দরজা ও চৌকাঠ তৈরি করার উপযোগী। এভাবে কাঠ সিজন করলে দরজা বাঁকা, ফাঁকা ও পোকা ধরার মতো সমস্যাগুলি হয় না।

১৫। আমাদের কয়টি Kiln dry চেম্বার আছে এবং আমরা প্রতিদিন কত CFT কাঠসিজন করতে পারি?

আমাদের মোট ৬ টি Kiln dry চেম্বার আছে। যেখানে আমরা প্রতিদিন ৮০০ CFT কাঠ সিজন করতে সক্ষম। 

১৬। কাঠে সর্বোচ্চ কত শতাংশ moisture থাকা উচিত?

কাঠে Moisture ১৪% এর নিচে থাকা উচিত। বিভিন্ন কাঠের ক্ষেত্রে ২%-১% কম বা বেশি হতে পারে। আমাদের সিজন করা কাঠ সাধারণত (৫-১০)% Moisture থাকে। 

১৭। Standard Moisture Content কী?

যে পরিমান moisture কাঠে থাকলে কাঠের সংকোচন-প্রসারন সবচেয়ে কম হয়, তাকেই Standard Moisture Content বলে। কাঠের Standard Moisture Content হচ্ছে ১৪% এর নিচে। 

১৮।মেশিনের ভিন্নতার কারণে দরজা ও চৌকাঠ ভালো-মন্দ কিভাবে নির্ভর করে?

দরজা তৈরির ক্ষেত্রে precise machining দরজাটিকে মজবুত করে থাকে। আঠা ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকে যা আঠা দিয়ে পূরন হয় এবং শক্ত বন্ডিং তৈরি করে। Tenoning, Mortising এবং নিখুঁত Parel cutter দরজা মজবুতের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী মেশিন তবে বাজারে কেনা মেশিন দ্বারা মান এতো নিখুঁত রাখা সম্ভব নয়। এজন্য আমাদের এমডি স্যার জেনে-শুনে এবং বুঝেই মেশিনগুলো নিজ হাতে তৈরে করেছেন সবার আগে। যেগুলা কাস্টমারের দেখা অতি জরুরী।  

১৯।চৌকাঠের সাইজের সাথে Brick Wall এর Opening এরসাইজের সম্পর্ক কি?

Brick Wall সাধারণত চৌকাঠের সাইজের চেয়ে ১”বেশি চওড়া রাখা হয়। উচ্চতার ক্ষেত্রেও ১” বেশি রাখা হয়। যেমনঃ একটি ৩৬” বাই ৭ ফুট চৌকাঠের ক্ষেত্রে Brick Wall এর Opening হবে ৩৭” X ৭ ফুট ১”। 

২০।চৌকাঠের জন্য সবচেয়ে ভালো কাঠ কোনগুলো এবং এগুলোর সুবিধা ও অসুবিধাগুলো কি কি?

চৌকাঠের জন্য সবচেয়ে ভালো কাঠ হচ্ছে চিটাগাং শিলকড়ই। এ কাঠের সুবিধাগুলো হচ্ছে, এ কাঠ সঠিকভাবে সিজন করলে বাঁকা হওয়া, ফেটে যাওয়া, পচে যাওয়া, পোকা ধরা ইত্যাদি সমস্যাগুলো হয়না। এবং তুলনামূলকভাবে দাম কম। 

তবে এ কাঠের অসুবিধা হচ্ছে, এ কাঠের পলের রং সাদা হয় কিছুদিন পর খসে পড়ে যায়। এর রং কিছুটা গাড় লালচে-খয়েরী রঙয়ের হয়। যা বার্মাটিক বা চিটাগাং টিক এর সাথে কিছুটা মিলে, এছাড়া অন্য কোনো কাঠের সাথে মিলে না। 

বার্মাটিক কাঠ, চৌকাঠের ক্ষেত্রে সবচেয়ে ভালো ও দামি। মেইন গেটের ক্ষেত্রে সাধারণত সবাই চেষ্টা করে বার্মাটিকের চৌকাঠের সাথে পাল্লা মিলিয়ে নিতে। এগুলো দেখতে অনেক সুন্দর হয়। বার্মাটিক চৌকাঠ ও পাল্লার ক্ষেত্রে অনেক চওড়া কাঠ সংগ্রহ করা সম্ভব। ১১” X ২ ” চৌকাঠ সহজেই সংগ্রহ করা সম্ভব।

তবে এ কাঠের অসুবিধা হচ্ছে, এ কাঠের দাম অনেক বেশি। অনেক আসাধু ব্যবসায়ী বার্মাটিকের সঙ্গে অন্য কাঠ মিশিয়ে দিতে পারে। 

চিটাগাং সেগুন এখন সাধারনত খুব ভালো মানের পাওয়া যায় না। তবে তুলনামূলকভাবে এ কাঠের দাম বার্মাটিকের চেয়ে একটু সস্তা। তবে ১০” এর উপরে কাঠ সংগ্রহ করা বেশ কঠিন। ১১” X ২ ” চৌকাঠ সংগ্রহ করা সম্ভব নয়। এই কাঠে কিছুটা পল থাকে। কমপক্ষে ১০% পল থাকতে পারে। তবে এ কাঠের পলে সহসা পোকা ধরে না। 

যশোর মেহগনির মেচিউর কাঠ চৌকাঠের জন্য অত্যন্ত ভালো। আমরা সাধারণত কম মোটা গাছ থেকে চৌকাঠের কাঠ সংগ্রহ করে থাকি। এ গাছগুলোর ঘনত্ব এবং সিজন করার পর ওজন তুলনামূলকভাবে বেশি থাকে, বাঁকা হবার প্রবণতা কম থাকে এবং পোকা ধরে না। এছাড়াও আমরা কেমিক্যাল ট্রিট্ম্যান্ট করে থাকি। এ চৌকাঠ দামের দিক দিয়েও অনেক সুলভ।   

২১।লাগানো চৌকাঠ থেকে কীভাবে পাল্লার মাপ নেয়া হয়?

আমরা সাধারণত চৌকাঠর বাম পাশের রাবিট থেকে ডান পাশের রাবিট পর্যন্ত ৩ স্থানে মাপ নিয়ে থাকি। উপরে, মাঝে ও নিচে, এই তিনটি স্থান থেকে মেপে নেয়ার পর। সবচেয়ে বেশি মাপটিকেই আমরা সঠিক মাপ হিসেবে প্রস্থের ক্ষেত্রে বিবেচনায় নিয়ে থাকি। চৌকাঠের উপরের মাথার রাবিট থেকে ফ্লোর টাইলস পর্যন্ত উচ্চতার মাপকে আমরা দরজার দৈর্ঘ্য হিসেবে মাপ ধরে নিব। টাইলস লাগানো না থাকলে, চৌকাঠের উপরের অংশের রাবিট থেকে ফ্লোরের মাপ ৮২”-৮৩” হলেও আমরা ৮২” হিসেবে ধরে নেব। 

২২।গালা পলিশ কি এবং ভালো কেন?

গালা একধরনের গাছের আঠা দিয়ে তৈরি, খয়েরী রঙয়ের পাতলা দেড় ইঞ্চি পরিমাণ গোল সাইজের পদার্থ। যা স্পিরিটে গলে যায়। গালা স্পিরিটে পরিমাণ মতো রেখে দেয়া হয়। গালা স্পিরিটে গলে খয়েরি রঙয়ের গাড় তরল তৈরি করে যা নরম কাপড় দিয়ে দুই-তিন লেয়ারে দরজা ও চৌকাঠের উপর প্রয়োগ করা হয়। এটা দরজা ও চৌকাঠের উপর শক্ত ও মজবুত প্রলেপ তৈরি করে যা দরজা ও চৌকাঠের উজ্জলতা বাড়ায়। বাইরে থেকে আদ্রতা ও পানি কাঠে প্রবেশ করে দরজার ক্ষতি করা প্রতিরোধ করে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে,পাল্লা বা চৌকাঠে কোন প্রকার আঁচড় বা ঘষা লাগলে এটি মেরামত করা অতি সহজ। কোনো এয়ার কম্প্রেসন বা স্প্রে গানের প্রয়োজন হয় না। ক্ষতিগ্রস্থ যায়গায় সিরিষ কাগজ দিয়ে একটু ঘষে, নরম কাপড় দিয়ে স্পিরিট-গালা প্রোয়োগ করলে মেরামত হয়ে যায় । 

২৩।আমাদের ২৫ বছরের ওয়ারেন্টিতে সুবিধা কি?

সলিড কাঠের চৌকাঠ বা পাল্লা বানানোর আগে এবং পরে আমরা সব কিছু করে থাকি  যাতে করে পাল্লা বা চৌকাঠ বাঁকা, ফাঁকা ও পোকা না ধরে। এর পরেও ছোটখাটো সমস্যা হতে পারে, যদিও আমাদের সমস্যা একেবারেই কম হয়। যেমন ঋতু পরিবর্তনের সাথে সাথে ছিটকিনি না লাগা, দরজা লাগানোর সময় শব্দ করা। এ রকম ঘটনা ২-১ টি দরজার ক্ষেত্রে ২-১ ঋতুতে হতে পারে। আমরা এগুলো আমাদের খরচে মেরামত করে থাকি। আমাদের এই সার্ভিসের সময়সীমা ২৫ বছর।

২৪।আমরা কাস্টমারকে কি কি সার্ভিস দিয়ে থাকি এবং কিভাবে?

আমরা চৌকাঠ ও পাল্লা তৈরির পর পলিশ সহ অথবা পলিস ছাড়া কাস্টমারের খরচে ডেলিভারি করে থাকি। তালা, কবজা, হ্যাসবোল্ট ইত্যাদি ফিটিং করে থাকি। এর ব্যায়ভার কাস্টমার বহন করে থাকেন। 

২৫।আমাদের ফ্যাক্টরির সাইজ।

আমাদের ফ্যাক্টরি সিঙ্গাইর এর জয় মন্ডবে অবস্থিত। ফ্যাক্টরিতে ৪ টি ফ্লোর রয়েছে এবং প্রতিটি ফ্লোরে ২১,০০০ স্কয়ার ফিট করে স্পেস রয়েছে। সমগ্র ফ্যাক্টরিতে মোট ৮৪,০০০ স্কয়ার ফিট স্পেস রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে মেশিন রুম, কাঠ স্টোরেজ ও ৪ টি সিজনিং চেম্বার রয়েছে। অন্যান্য ফ্লোরে আমাদের পলিশ, ফিটিং, ডিজাইন ও অন্যান্য কাজ করা হয়ে থাকে।  

২৬।আমাদের উৎপাদন ক্ষমতা কত?

আমরা বর্তমানে দিনে ২০০ পিস দরজা ও ৩০০ পিস চৌকাঠ উৎপাদন করার সক্ষমতা রাখি। আগামি ৬ মাসেই আমরা প্রতিদিন ৬০০ থেকে ৭০০ পিছ দরজা বানাতে সক্ষম হব।  

২৭।মেশিনগুলো কোথাকার এবং কেন?

আমাদের ফ্যাক্টরির সকল মেশিন আমাদের এমডি স্যার এর নিজের ডিজাইন ও তৈরি করা। যা একেবারেই ইউনিক। তিনি উড টেকনোলোজির উপরে একজন বিশেষজ্ঞ। দরজা ও চৌকাঠের মান উন্নত করার লক্ষে তিনি নিজের হাতে ২৫ টি মেশিন ডিজাইন করেছেন ও বানিয়েছেন। যেগুলো দেখলেই শুধু অনুধাবন করা সম্ভব।  

২৮।আমাদের পাল্লা এবং চৌকাঠের মান কেন সবচেয়ে ভালো?

আমরা সবসময় সবচেয়ে ভালো এলাকার মেচিউর কাঠ ব্যবহার করি, সেগুলোকে সঠিকভাবে Kiln dry চেম্বারে সিজন করি, যাতে Moisture Content সবসময় ১৪% এর নিচে থাকে এবং সঠিকভাবে কেমিক্যাল ট্রিট্ম্যান্ট করে থাকি, যাতে করে কোনভাবে পোকা ধরার কোনো সম্ভবনা না থাকে। আমাদের মেশিনগুলো এমডি স্যার এমনভাবে তৈরি করেছেন যাতে করে ২টি কাজ সঠিক হয়। নিখুঁত ও মজবুত পাল্লা ও চৌকাঠ এবং অনেক প্রোডাকশন কেপাসিটি। 

ক্রেতা সাধারন সাধারণত কাঠ সম্পর্কে ভালো ধারণা রাখেন না। অনেক কাঠ ব্যবসায়ী এই সুজোগ নিয়ে তাদেরকে খারাপ এলাকার ইমমেচিউর কাঠ দিতে পারে। কিন্তু আমরা কখনোই তা করি না। 

২৯।চৌকাঠ ছোট-বড় হলে দাম সাধারণত কম-বেশি হয়না কেন?

চৌকাঠের সাধারণত তিনটি অংশ থাকে। দুই পাশে ৭ ফুট লম্বা ২ টি এবং উপরে ছোট একটি, যার দৈর্ঘ্য সাধারণত আড়াই ফুট থেকে সাড়ে ৩ ফুট হয়ে থাকে। সেই কারণে আমরা চৌকাঠের এভারেজ মূল্য নিয়ে থাকি। মাত্র ১ ফুট কম বেশির কারণে কাঠের পরিমাণ তেমন একটা পরিবর্তন হয় না। 

৩০।পাল্লার দাম কম-বেশি কেন হয়?

সাধারণত পাল্লার থিকনেস স্ট্যান্ডার্ড (পাকা) ১  ” হয়ে থাকে। দরজা চওড়া কম বেশি হলে দাম কম বেশি হয়। তবে উচ্চতা কম বেশি হলেও ৮২” এর উপরে না হলে উচ্চতার কারণে দাম বাড়ে না। মডেল পরিবর্তন হলে বিভিন্ন মডেলের জন্য দামের কম বেশি হতে পারে। মডেলের পরিবর্তনের কারণে কাঠ অতিরিক্ত প্রয়োজন হতে পারে, মজুরি খরচ বেশি হতে পারে। নকশা থাকলে সেক্ষেত্রেও খরচ বাড়তে পারে। সেজন্য দরজার মূল্য কম বেশি হয় সাধারণত ২ টি কারণে, দরজার সাইজ ও মডেল।

TOP